বিপরীতমুখী প্রবণতা দুই শেয়ারবাজারে

0
207

টাইমস অর্থনীতি :
সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বাড়লেও বিপরীত প্রবণতা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। রোববার দিন শেসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯৭ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করছে। এ বাজারে রোববার ৮৮৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৮৭৩ কোটি ৪৯ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, আর কমেছে ১৭১টির। আর অপরিবর্তিত রয়েছে ৫১টির দর। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২৩ দশমিক ০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭০৭ দশমিক ৪৯ পয়েন্টে। এদিকে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৮৫ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে দশমিক ০২ শতাংশ কম। সিএসইতে ২৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪২ কোটি শূণ্য ৫ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ২৬৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।