বিধ্বস্ত প্লেনের পাইলটসহ ২৬ বাংলাদেশি নিহত

0
374

অনলাইন ডেস্ক : নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলার বিএস২১১ ফ্লাইটের ৩৬ বাংলাদেশি আরোহীর মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে ইউএস-বাংলার বারিধারা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির জিএম (জনসংযোগ) কামরুল ইসলাম।

তিনি বলেন, পাইলট, কো-পাইলট, কেবিন ক্রুসহ মোট ২৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। সেখানকার তিনটি হাসপাতালে জীবিত ১০ জনের চিকিৎসা চলছে। এদের মধ্যে কেউ গুরুতর আহত আছেন, কেউ হালকা আঘাত পেয়েছেন। আমরা অপেক্ষায় আছি যত দ্রুত সম্ভব সেখানকার প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ফিরিয়ে এনে তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কামরুল ইসলাম বলেন, সেখানে যারা চিকিৎসাধীন আছেন তাদের যাবতীয় চিকিৎসা খরচসহ অন্যান্য ব্যয়ভার বহন করছ ইউএস-বাংলা। নিহতদের লাশ আনার খরচও বহন করবে ইউএস-বাংলা।

তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ যাত্রীদের আত্মীয়-স্বজনদের মধ্যে ৪৬ জনকে আমরা সকালে কাঠমান্ডুতে পাঠিয়েছি। তাদের আত্মীয়-স্বজনদের সেবা দেয়ার জন্য যতদিন সেখানে থাকতে হয় যাবতীয় খরচ বহন করবে ইউএস-বাংলা।

উল্লেখ্য, নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ৪ ক্রুসহ ৬৭ আরোহী নিয়ে বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। এতে ৫০ জনের প্রাণহানির খবর দিয়েছে রয়টার্স। ইউএস বাংলা আজ জানালো নিহতদের মধ্যে ২৬ জন রয়েছে বাংলাদেশি।