বিধবার বসতবাড়ি ভাংচুরের মামলায় নায়েব মোখলেছকে জরিমানা ও শ্যালককে কাস্টরী

0
347

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় বিধবার বসতবাড়ি ভাংচুর ও দখল চেষ্টার ঘটনায় নায়েব মোখলেছ কে ৫ হাজার টাকা জরিমানা এবং তার শ্যালক জিয়াউল হককে কাস্টরী নিয়েছে আদালত। বুধবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতের বিচারক ইয়াসমিন নাহার এ দণ্ড প্রদান করেন। জানা গেছে, সুলতানপুরস্থ পিটি আই স মিলের পূর্ব পাশে স্বামী আব্দুল অহিদের মৃত্যুর পর নাজিরা বেগম (৫১) প্রায় ১২ বছর যাবত ২ কন্যাকে নিয়ে বসবাস করে আসছিলেন। তার কোন পুত্র সন্তান বা তার পাশে দাড়ানোর মত কেউ না থাকার সুযোগে তার সম্পত্তির উপর নজর পড়ে সুলতানপুর এলাকার মৃত আঃ কাদের এর পুত্র ধুলিহর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোখলেছুর রহমানের। এর জের ধরে মোখলেছ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং গত ২৫ অক্টোবর ২০১৮ তারিখে নায়েব মোখলেছ ও তার শ্যালক সিরাজুল ইসলামের পুত্র জিয়াউল হকসহ ২০/৩০ জন সন্ত্রাসী বাহিনী কুড়াল, শাবলসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিধবা নাজিরার বাড়িতে হামলা করে ভাংচুর করে। এছাড়া তার বড় কন্যা সানজিদা অহিদ ডালিয়াকে বাড়ির পিছনে সুপারি গাছের সাথে বেধে রাখে। এসময় হামলাকারিরা তাদের বাড়িতে থাকা মূল্যবান আসবাবপত্র ভাংচুর এবং স্বর্ণালংকার লুটপাট করে ত্রাস সৃষ্টি করে। ডালিয়ার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি প্রদর্শন করে চলে যায়। এঘটনায় অসহায় বিধবা নাজিরা বেগম বিচার চেয়ে সাতক্ষীরা বিজ্ঞ আমলী ১নং আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক ইয়াসমিন নাহার তথ্য প্রমানের ভিত্তিতে পরসম্পদলোভী নায়েব মোখলেছ কে ৫ হাজার টাকা জরিমানা করেন ও তার শ্যালক সিরাজুল ইসলামকে কাস্টরী করেন। মামলার পরবর্তী তারিখ আগামী ১৯ জুন বুধবার ধার্য্য করেন। আদালতেই জরিমানার ৫ হাজার টাকা পরিশোধ করেন নায়েব মোখলেছ। তবে এবিষয়ে নায়েব মোখলেছ জরিমানার বিষয়টি অস্বীকার করে বলেন, নাজিরা ওই বাড়ির ভাড়াটিয়া। জাল দলিল করে একটি মিথ্যা মামলা করে। উক্ত মামলায় আজ (বুধবার) ধার্য্য দিন ছিলো। আদালত আমার শ্যালক জিয়াউল কে কাস্টরী প্রদান করেন।