বিদায়ী মেয়র মনি’র কণ্ঠেও তালুকদার খালেকের গুনগান

0
445

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র বর্তমান পরিষদের সর্বশেষ ঘোষণা করেন বর্তমান সিটি মেয়র মনিরুজ্জামান মনি। আগামী ২৫ সেপ্টেম্বর তাঁর নেতৃত্বাধীন বর্তমান পরিষদের মেয়র শেষ হচ্ছে। ওইদিন বিকালেই দায়িত্ব গ্রহণ করবেন আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বাধীন নতুন পরিষদ। চলতি অর্থ বছরের বাজেট বাস্তবায়ন নির্ভর করছে তাদের উপরই। এ নিয়ে বাজেট অধিবেশনে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় বিদায়ী মেয়রকে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র মনি বলেন, ‘চলতি অর্থ বছরের বাজেট প্রণয়নের সময় তালুকদার আব্দুল খালেকের মতামত নেওয়া হয়েছে। বাজেট কারও একার নয়, এটি নগরের উন্নয়নে প্রণয়ন করা হয়। এবারের বাজেটও নগরের বিভিন্ন উন্নয়নের কথা ভেবে ঘোষণা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে খবর পেয়েছি নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের ঐকাান্তিক প্রচেষ্টায় খুলনা নগরীর জলাবদ্ধতা দূরীকরণ ও সড়কের উন্নয়নে ১৪শ’ কোটি টাকার দু’টি প্রকল্প প্রি-একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর একনেক সভায় এটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করি। তিনি (তালুকদার আব্দুল খালেক) এর আগেও কেসিসির মেয়র ছিলেন। তিনি জানেন নগরবাসীর সমস্যা কোথায়। তাই তো জলাবদ্ধতা দূর ও সড়ক উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন।’
সিটি মেয়র আরও বলেন, ‘খুলনা আমার প্রিয় নগরী। দায়িত্বশীল না থাকলেও এ নগরীর মানুষের কল্যাণে আজীবন সম্পৃক্ত থেকে কাজ করে যাবো। তিনি কেসিসি’র নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকসহ নতুন পরিষদকে স্বাগত জানান এবং তাদের সার্বিক সফলতা কামনা করেন।’