বিটাক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফজলুর : সম্পাদক সিরাজুল

0
400

খানজাহান আলী থানা প্রতিনিধি: খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের বাংলাদেশ শিল্প কারিগরী সহায়তা কেন্দ্র (বিটাক) কর্মচারী ইউনিয়নের  দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে ৩য় বারের মত পূনরায় সভাপতি মোঃ ফজলুর রহমান সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম নির্বাচিত। বৃহস্পতিবার বিটাক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫টি পদের বিপরীতে ২টি প্যানেল চেয়ার ও হাতুড়ী প্রতীক নিয়ে  ১০জন প্রার্থী নির্বাচন করেন । নির্বাচনে চেয়ার প্রতীক   জনকল্যান পরিষদ নিরংকুশভাবে পূর্ণপ্যানেল জয়লাভ করে । সভাপতি পদে মোঃ ফজলুর রহমান পেয়েছেন ২৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আঃ কাদের পেয়েছেন ২০ ভোট। সহ সভাপতি মোঃ মাসুদ রানা পেয়েছেন ২৫ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইসমাইল হোসেন পেয়েছেন ২২ ভোট। সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম পেয়েছেন ২৬ ভোট,তার নিকটতম প্রতিদন্দী মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন ২২ ভোট সহ সাধারন সম্পাদক মীর আঃ গফফার প্রাপ্ত ভোট ২৪ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহাগ পেয়েছেন ২৩ ভোট। কোষাধক্ষ মোঃ আবু বকর সিদ্দিক সেলিম  পেয়েছেন ২৪ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আঃ সওার পেয়েছেন  ২৩ ভোট । মোট ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিটাকের  সহকারী  প্রকৌশলী সজল পৈত ,সহকারী কমিশনার ছিলেন বিটাকের ক্রয় কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, প্রিজাইডিং অফিসার ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সিকদার ।