খুলনায় আইটি প্রফেশনাল অ্যাসোসিয়েশন’র কনফারেন্স ২৪ নভেম্বর

0
1151

আর. বিশ্বাস :
বাংলাদেশ আইটি প্রোফেশনালস এসোসিয়েশন (বিটপা) এর উদ্যোগে প্রথমবারের মত বিটপা কনফারেন্স অনুষ্ঠিত হয় ২৪শে নভেম্বর ২০১৭ সালে। সেই ধারাবাহিকতা রক্ষার্থে এবারও আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিটপা কনফারেন্স ২০১৮।

২০১৭ তে আমরা বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রোফেশনালদের নিয়ে খুলনাতে যেই কনফারেন্স করেছিলাম সেটা সম্ভবত ঢাকার বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় কনফারেন্স। উপস্থিতি ছিলো প্রায় ৩৫০ জন আইটি প্রোফেশনাল।
যারা ২০১৭ এর কনফারেন্সে আসতে পারেননি তারা একনজরে দেখে আসতে পারেনঃ
Webiste: https://bitpa.org.bd/conference
Youtube: https://youtu.be/BJW16yMuuCc
Photos: https://goo.gl/RUyo3y

কনফারেন্স ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে আরো বড় পরিসরে। মিলিত হবে প্রায় ৪০ জন আমন্ত্রিত অতিথি সহ সর্বমোট ৬০০ আইটি প্রোফেশনাল।
বাংলাদেশের সকল আইটি প্রফেশনালদের এক প্লাটফর্মের আওতায় আনার জন্য বিটপা প্রতিষ্ঠিত হয়। বিটপা সকল আইটি প্রফেশনালদের সমাজিক মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক অধিকার আদায় ও প্রশাসনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লক্ষাধিক আইটি প্রফেশনাল রয়েছেন। যারা প্রত্যেকেই একক ভাবে বা ছোট টিম করে কাজ করেন। ফলে সামাজিক ভাবে আইটি প্রফেশনালদের কার্যক্রম সম্পর্কে সবাই অবগত নয়। সমাজে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক কর্মকর্তাদের যেমন মর্যাদা প্রদান করা হয় তেমনি আইটি প্রফেশনালরাও সমাজে সম মর্যাদার দাবিদার। আইটি প্রফেশনাল একটি গুরুত্বপূর্ণ পেশা হিসাবে প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। তাই বিটপা সকল আইটি প্রফেশনালদের মর্যাদা রক্ষা ও বিভিন্ন রকম টেকনিক্যাল, আইনি ও প্রশাসনিক সহায়তা প্রদান করতে সহায়তা করবে। তথ্য-প্রযুক্তির বিকাশের এই যুগে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে দিনে দিনে প্রয়োজন বেড়ে চলেছে দক্ষ জনবলের। এই লক্ষ্যকে সামনে রেখে বিকাশমান সেক্টরগুলি নিয়ে দিনব্যাপী আয়োজিত হতে যাচ্ছে এই আইটি কনফারেন্স। দিনব্যাপী এই কনফারেন্সে টেকনিক্যাল সেশন চলবেে সকাল ৮.৩০ থেকে সন্ধ্যা ৫.০০ টা পর্যন্ত। স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞ ব্যাক্তিবর্গ উক্ত সেমিনারে বক্তব্য রাখবেন।

বাংলাদেশ আইটি প্রোফেশনাল’স এ্যাসোসিয়েশন (বিটপা) আয়োজিত, বিটপা কনফারেন্স ২০১৮ তে উপস্থিত হবেন বাংলাদেশের ৪০+ সফল আইটি ব্যক্তিত্ব। নিজেকে ফ্রীল্যান্সিং ও আইটি উদ্যোক্তা হিসাবে সফল করার জন্য উপস্থিত হবেন ৫০০ জন তরুণ তরুণী। বাংলাদেশের যে কোন জেলা থেকে রেজিস্ট্রেশন করে উপস্থিত হতে পারবে যে কেউ। বিটপা কনফারেন্স ২০১৭ তে ৫৪ টি জেলার ৩০০ তরুণ উ্দ্যোক্তা উপস্থিত ছিলো। তাদের মধ্যে অনেকেই এই একবছরে সফলতা পেয়েছে।

বিটপা কনফারেন্স ২০১৮, ৪ টি বিষয়ের উপর ফোকাস করা হবে।

ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট

গ্রাফিক ডিজাইন ও UI/UX

ইন্টার্নেট মার্কেটিং

ফ্রীল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট

সারাদিনের এই কনফারেন্স সাজানো হয়েছে ২ টি আকর্ষণীয় পদ্ধতিতে।

১। উপরুক্ত ৪ বিষয়ের উপর প্রেজেন্টেশন ও আলোচনা
২। প্রতিটি বিষয় সঠিকভাবে বুঝার জন্য ৬ জন বিশেষজ্ঞের দ্বারা পরিচালিত প্রশ্ন উত্তর পর্ব।

ফোকাস করা ৪ টি বিষয়ের উপর বিশেষ গুরুত্বারোপ করার জন্য প্রত্যেকটি পর্বকে ৫ টি মৌলিক প্রশ্নের উপর সাজানো হয়েছে।

১। আমি কোন বিষয়ে ক্যারিয়ার গড়বো?
২। কোথা থেকে শুরু করা উচিৎ ?
৩। কিভাবে শুরু করা উচিৎ ?
৪। শুরু করার পর প্রধান প্রতিবন্ধকতা গুলো কি কি?
৫। আমি অলরেডি শুরু করেছি, আমার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিৎ?

কি কি পাচ্ছেন অংশগ্রহণে?

১। কনফারেন্স ও ইংরেজি কর্মশালায় অংশগ্রহনের সুযোগ
২। টি-শার্ট ৩। সকালের নাস্তা
৪। দুপুরের খাবার
৫। ফটোবুথ ব্যাবহারের সুযোগ
৬। আইডি কার্ড
৭। চা ও কফি
৮। ১০ টি মোবাইল সহ সর্বমোট ২০ টি আকর্ষনীয় র‍্যাফেল ড্র পুরষ্কার।

এক কথায় অনুষ্ঠান পরিচিতিঃ

অনুষ্ঠানের নামঃ বিটপা কনফারেন্স ২০১৮
তারিখঃ নভেম্বর ২৪, ২০১৮
অনুষ্ঠান সময়ঃ সকাল ৮.৩০- সন্ধ্যা ৫.০০ স্থানঃ মোংলা পোর্ট অডিটোরিয়াম, খুলনা।
আরও বিস্তারিত জানতে: http://bitpa.org.bd/
টিকেট সংগ্রহ করুনঃ https://bitpa.org.bd/product/ticket/
FB event URL: https://www.facebook.com/events/555543114862176/