বিজয় দিবসের আগেই উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্লান্ট-কেসিসি মেয়র

0
155

নিজস্ব প্রতিবেদক:
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের প্রত্যাশা আগামী বিজয় দিবসের আগেই উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্লান্ট। তার মতে, বর্তমান সরকারের অধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে এটি একটি অন্যতম প্রকল্প। মুজিববর্ষে এই বিদ্যুত কেন্দ্রটি উৎপাদনে গেলে এ অঞ্চলের মানুষের কাঙ্খিত প্রত্যাশা পুরণ হবে।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড (বিআইএফপিসিএল) এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আবসার উদ্দীন আহমেদ কেসিসি মেয়রের সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে মেয়র এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
কেসিসি মেয়র আরো বলেন, বর্তমান সরকারের আমলে দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয় কর্মকান্ড পরিচালিত হচ্ছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করছেন। তার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। তাই বিভিন্ন সেক্টরে দায়িত্ব প্রাপ্তদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এ সময়ে সিটি মেয়রের বক্তব্যের সূত্র ধরে বিআইএফপিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আবসার উদ্দীন আহমেদ বলেন, বর্তমান সরকারের বিদ্যুত উৎপাদনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সর্বাত্তক প্রচেষ্টা চালানো হচ্ছে। অধিক গুরুত্ব দিয়ে রামপাল পাওয়ার প্লান্টের কাজ এগিয়ে নেয়া হচ্ছে। আশা করা যায়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই রামপাল পাওয়ার প্লান্টের প্রথম ইউনিট উৎপাদনে যাবে। শুক্রবার রাতে কেসিসি মেয়রের কার্যালয়ে বিআইএফপিসিএল’র ব্যবস্থাপন পরিচালকের সৌজন্য সাক্ষাত কালে আরো উপস্থিত ছিলেন, উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম, চীফ প্রকিউরমেন্ট অফিসার মোঃ মফিজুল ইসলাম এবং খুলনা টিভি রিপোর্টারর্স ইউনিটির সাবেক সভাপতি মল্লিক সুধাংশু।