বিছানা থেকেই উঠতে পারছি না: তাসকিন

0
470

স্পোর্টস ডেস্ক:

টাইগার পেসার তাসকিন আহমদের সময়টা খুব খারাপই যাচ্ছে। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ, ইনজুরি থেকে ফেরা আর সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে বাদ। এরপরও মনবল বেশ চাঙ্গা ছিল এই ডানহাতি ফাস্ট বোলারের।

তবে সবশেষ তাসকিন নিজেই জানিয়েছেন তার কষ্টদায়কের কথা। ৩ বছর আগে পাওয়া চোট আবার চাঙ্গা হয়েছে। বেড়েছে ব্যথা। পরিস্থিতি এমন যে বিছানা ছেড়েও উঠতে পারছেন না।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তাসকিন গণমাধ্যমকে বলেন, ‘ইনজুরিটা এখন প্রকট হয়েছে। এত দিন বসতে কষ্ট হচ্ছিল। এখনতো বিছানা থেকেই উঠতে পারছি না। চলাফেরা করতে ভীষণ কঠিন হচ্ছে।’

তাসকিনের ব্যথা দ্রুত কমাতে একটি ইনজেকশন দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তাসকিন জানালেন, ‘মঙ্গলবার চিকিৎসকের কাছে গিয়েছিলাম। বুধবার ব্যথাটা একটু কমেছে। বিসিবির চিকিৎসক বলেছেন বৃহস্পতিবার একটি ইনজেকশন দিতে হবে। আমার ব্যাক ইনজুরিটা এখন যে অবস্থায় তাতে সার্জারির প্রয়োজন হবে না।’

‘সবই নিয়ম মেনে চলছিলাম। বাড়তি প্রেসারতো ছিল কিছুটা। তবে চিকিৎসকরা বলেছিলেন লোয়ার ডিক্সে যে জেল থাকে সেটি কিছুটা শুকিয়ে গেছে যে কারণে এমন হচ্ছে।’

২০১৫ সালে এই ব্যথার কারণে খেলতে পারেননি বিসিএলের শেষ দুইটি রাউন্ড। পুনর্বাসনের পর মাঠে ফিরেছিলেন তিনি। পুরনো এই ব্যথা নিয়ে চিন্তিত বিসিবিও।