বিচার শুরুর আগেই সরে দাঁড়ালেন ট্রাম্পের ৫ আইনজীবী

0
141

টাইমস বিদেশ : সিনেটে অভিশংসন বিচার শুরুর সপ্তাহ খানেক আগেই সরে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষের পাঁচ আইনজীবী। ট্রাম্পের সঙ্গে আইনি কৌশল নিয়ে মতবিরোধের জেরে সরে তারা দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন অভিশংসন সংশ্লিস্টদের বেশ কয়েকজন। ক্যাপিটাল হামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করার বদলে ট্রাম্প আইনজীবীদেরকে নির্বাচনে জালিয়াতি প্রমাণের ব্যাপারে লড়াই করতে চাপ দিচ্ছিলেন এমনটাই জানিয়েছেন তারা। মতের মিল না হওয়ায় ট্রাম্পের দুই প্রধান আইনজীবী বুচ বাওয়ার্স ও ডেবরাহ বারবিয়ারসহ পাঁচজন অংশ নিচ্ছেন না অভিশংসন সুনানিতে। অভিশংসনের জন্য আইনজীবী খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে ট্রাম্পকে। তার ওপর এমন একটি সময়ে আইনজীবীদের সরে দাঁড়ানোটা সাবেক এই প্রেসিডেন্টের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী ৮ই ফেব্রæয়ারি সিনেটে ট্রাম্পের অভিশংসনের বিচার কার্যক্রম শুরুর কথা রয়েছে।