বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদে বিশ্বাসী : এস এম কামাল

0
553

টাইমস রিপোর্ট: বিএনপি মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রধান নির্বাচন সমন্বয়কারী এসএম কামাল বলেন বিএনপিকে সন্ত্রাস ও জঙ্গীবাদে বিশ্বাসী। তিনি আরও বলেন মঞ্জু আমাকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, আমার জঙ্গী রূপ এখনও দেখেন নি। তিনি আমাকে খুলনার অতিথি পাখি হিসাবে আখ্যায়িত করেছেন বলেছেন আমি নাকি খুলনার ভোটারই নই। শুক্রবার (১১ মে) তিনি খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন নজরুল ইসলাম মঞ্জু নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে আবোল তাবোল বলা শুরু করেছেন। তিনি মঞ্জুকে স্মরণ করিয়ে দিয়ে বলেন আমি খুলনার ছেলে। খুলনার মাটি মানুষের সাথে রাজনীতি করেছি। আমি খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ছাত্র লীগের সাধারণ সম্পাদক ছিলাম। নব্বইয়ে এরশাদ বিরোধী আন্দোলনে খুলনার রাজপথে মিছিল করেছি। ১৯৭৫ এ বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমানের গুম খুন হত্যা সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ছাত্রসমাজ যখন রুখে দাঁড়িয়েছিল সেই উত্তাল সময়ে ছাত্ররাজনীতিতে আমার হাতেখড়ি। আমি কেন্দ্রীয় ছাত্রসংগ্রামে নেতৃত্ব দিলেও খুলনার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হইনি। মঞ্জু জানেন না যে আমি খুলনার ভোটার। উনিও যেমন ছাত্ররাজনীতি করেছেন আমিও তেমন ছাত্ররাজনীতি করেছি। উনি আমাকে জঙ্গীবাদের ভয় দেখিয়েছেন। উনারা তো জঙ্গীবাদের রাজনীতি করেন। উনারা ক্ষমতায় থাকাকালীন এ্যাড. মঞ্জুরুল ইমাম, হুমায়ূন কবির বালু, মানিক সাহা সহ অসংখ্য নেতা কর্মী হত্যা করেছিলেন। কিছুদিন আগে নজরুল ইসলাম মঞ্জু একটি হোটেলে সংবাদ ব্রিফিংয়ে হুমকি দিয়ে বলেছেন, আমরা ভেসে আসিনি। আমি একটি দলের প্রধান। উনি কি বলতে চেয়েছেন যে উনি বিএনপির প্রধান। আসলে উনার মাথা ঠিক নেই। আওয়ামী লীগের প্রচার প্রচারণা এবং জনসমর্থন দেখে উনি ধরেই নিয়েছেন তার নিশ্চিত পরাজয়। তাই তিনি প্রলাপ বকছেন। আমি তাকে সংযত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।