বিএনপি বেওয়ারিশ দল: তথ্যমন্ত্রী

0
377

কুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যারা বাংলাদেশে থেকে এ দেশের জন্ম মানে না তারা বেওয়ারিশ। বিএনপি হলো বেওয়ারিশ দল।’ শনিবার (১০ মার্চ) বেলা সোয়া ১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ‘বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন,‘যারা ৭ মার্চের ভাষণ স্বীকার করে না তারা পাকিস্তানের দালাল, রাজাকারের দালাল। তারা দেশের শত্রু। যারা ৩০ লাখ শহীদের রক্তের ঋণ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে তারাও বাংলাদেশের শত্রু। যারা পাকি¯ানের নির্মম গণহত্যা শিকার করে না অথবা বিভ্রান্তি তৈরি করে তারা জাতির শত্রু। তারা রাজাকারের বন্ধু, জঙ্গি সন্ত্রাসের বন্ধু, আগুন সন্ত্রাসের বন্ধু। তাই আমার আহ্বান মিথ্যাচার থেকে নিজেকে মুক্ত করুন, বাংলাদেশকে সঠিকভাবে জানতে শিখুন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নুরে আলম সিদ্দিকী, জাসদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শরিফুল করিম স্বপন, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।

এর আগে শনিবার বেলা ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণের সময় জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপির মিথ্যা কথা বলা বদ অভ্যাস। তারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে না। খালেদার মুক্তি কথা, সহায়ক সরকারের কথা, মিথ্যা মামলা ও মামলার নীল নকশার কথা বলে বিএনপি নির্বাচন বর্জনের অজুহাত খুঁজছে।’

তিরি আরও বলেন, ‘দুর্নীতির দায়ে অভিযুক্ত খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করার মুখ নেই বিএনপির। আদালত খালেদা জিয়ার ভাগ্য নির্ধারণ করবে, এ ব্যাপারে সরকারের কিছু করার নেই।’

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নুরে আলম সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহের মারফ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, বছির উদ্দিন বাচ্চুসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।