বিএনপির কেন্দ্রীয় নেতাদের পথ সভায় যুবলীগের বাঁধা; প্রতিবাদে মিছিল

0
298

প্রেস বিজ্ঞপ্তিঃ
যুবলীগ নেতাকর্মীদের বাঁধা, মহড়া ও ভীতি প্রদর্শনের মুখে সোমবার সন্ধ্যায় নগরীর ২৮ নং ওয়ার্ডের মওলার মোড়ের দক্ষিণে ঠ্যাকের বাজারে বিএনপি আয়োজিত পথ সভার কর্মসূচি পন্ড হয়েছে। এ কর্মসূচিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর বক্তব্য রাখার কথা ছিল। পরে দলীয় নেতাকর্মীরা টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকায় মিছিল করে খানজাহান আলী রোডে গিয়ে শেষ হয়। কেসিসি নির্বাচন উপলক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন সন্ধ্যার পরে ধারাবাহিক পথসভা করছে বিএনপি। এর অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ২৮ নং ওয়ার্ডের ঠ্যাকের বাজারে পথ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত মাগরিবের পর থেকেই যুবলীগের কতিপয় নেতাকর্মী সেখানে অবস্থান নিয়ে মহড়া দেয় এবং একাধিক হ্যান্ড মাইকে শ্লোগান দিতে থাকে। তারা পথ সভায় যোগ দিতে আসা বিএনপি কর্মীদের নানা ভাবে ভয় ভীতি দেখায়। এ সময় বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ করা হলেও তাতে কর্ণপাত না করে উস্কানিমূলক বক্তব্য দেয়। তাদের হুমকি ও মহড়ায় এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়। পরে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে মিছিল বের করে এবং টুটপাড়া সেন্ট্রাল রোড হয়ে খানজাহান আলী রোডে গিয়ে মিছিল শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন গয়েশ্বর চন্দ্র রায়, মোয়াজ্জেম হোসেন আলাল, জয়ন্ত কুমার কুন্ডু, জলিল খান কালাম, এ্যাড. এস আর ফারুক, শফিকুল আলম তুহিন, মনিরুজ্জামান মন্টু, ইকবাল হোসেন, আশরাফুল আলম নান্নু, মোহাম্মদ আলী, ওয়াহেদুর রহমান দীপু, জি এম রফিকুল হাসান, কামরান হাসান প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা ঘটনার জন্য নগর যুবলীগের আহবায়ক এ্যাড. আনিসুর রহমান পপলু এবং যুগ্ম আহাবয়ক হাফেজ শামীমকে দায়ি করেন।