বাস্তুহারায় ইজিবাইক ড্রাইভার কর্তৃক যুবতীর স্বর্ণালংকার ছিনতাই

0
161

দিঘলিয়া প্রতিনিধি:
বাস্তুহারায় ইজিবাইক ড্রাইভার নিজ যাত্রীর স্বর্ণালংকার সহ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগি আছিয়া আক্তার মুন্নি জানান আমি সোনাডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে দৌলতপুর বিসমিল্লাহ ফার্মেসির সামনে থেকে ইজি বাইকে উঠি। ইজিবাইক ড্রাইভার কোন যাত্রী না নিয়ে আমাকে নিয়ে গাড়ি ছেড়ে দেয়। বাস্তুহারা মোড়ের একটু আগে ফাকা জায়গায় গাড়ি থামিয়ে দেয়। ইজি বাইক ড্রাইভার তার সিটের নিচ থেকে একটি চাপাতি বের করে এবং আমার মুখের পরে মেডিসিন মাখা রুমাল চেপে ধরে ও আমাকে চর থাপ্পর দেয়। আমি কিছুটা অজ্ঞান হয়ে পড়ি। আমার সাথে আমার ছোট ভাইজি থাকায় সে কান্নাকাটি করলেও কেউ এগিয়ে আসেনি। ড্রাইভার আমার গলার স্বর্ণের চেইন, কানের দুল, হাত থেকে আংটি, সাইড ব্যাগে থাকা ১৫ হাজার ৯শ’টাকা কেড়ে নেয়। এসময় আমি চিৎকার করতে থাকি। আশেপাশের লোকজন শুধু চেয়ে চেয়ে দেখে। আমাকে চাপাতির বাট দিয়ে আঘাত করে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায়। এব্যাপারে আছিয়া আক্তার মুন্নির ভাই সাংবাদিক মো: এমারত মোল্যা দৌলতপুর খানজাহান আলী থানায় মৌখিক অভিযোগ জানান। প্রায় মাঝে মধ্যে ইজি বাইক ড্রাইভার কর্তৃক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব ছিনতাইয়ের হাত থেকে সাধারণ যাত্রীরা রেহাই পেতে চায়। এজন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।