বাসা থেকে কাজ করবেন বিসিবি কর্মীরা

0
265

খুলনাটাইমস স্পোর্টস : করোনাভাইরাসের বিস্তার এড়াতে দেশের সব ধরনের ক্রিকেট বন্ধ। দাপ্তরিক কাজেও তাই এসেছে ভাটার টান। ঝুঁকির ব্যাপার তো আছেই। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ও কর্মচারীদের বাসা থেকে অফিস করতে বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিসিবি জানায়, রোববার থেকে কার্যকর হবে এই নির্দেশনা। জরুরি প্রয়োজনে বা কোনো কাজ অফিসের বাইরে করা সম্ভব না হলেই কেবল অফিস করার পরামর্শ দেওয়া হয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ভারতীয় বোর্ড, অস্ট্রেলিয়ান বোর্ডসহ বেশ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ডের কর্মীদের বাসা থেকে অফিস করতে বলা হয়েছে আগেই। বৃহস্পতিবার বিসিবিতে সভা শেষে দেশে সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেই সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছিল বিসিবি কর্মীদের ঝুঁকি নিয়েও। বিসিবি প্রধান তখন বলেছিলেন, পরিস্থিতি বুঝে নেওয়া হবে সিদ্ধান্ত। বাসা থেকে অফিস করার সিদ্ধান্তের আগে শনিবার অফিস কর্মী ও মাঠ কর্মীদের জন্য বিসিবিতে সচেতনতামূলক একটি আয়োজন করা হয়েছিল। বিসিবির মেডিকেল টিমের উদ্যোগে করোনাভাইরাসের ঝুঁকি, সুরক্ষার উপায়সহ খুঁটিনাটি সবকিছু জানানো হয় সেখানে।