বারাকপুরে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান সমর্থকদের বসত বাড়ী ভাংচুর : পিস্তল, গুলি, ককটেল, দেশী অস্ত্রসহ ৫টি মটরসাইকেল উদ্ধার

0
166

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
দিঘলিয়ার বারাকপুর ইউনিয়ন পরিষদের সতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী আনসার শেখ এর সমর্থকদের বসত বাড়ীতে ভাংচুর করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। দিঘলিয়া থানা পুলিশ খবর পেয়ে ইউনিয়নের নন্দনপ্রতাপ এলাকার মল্লিকপুর থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ১টি ককটেল, ১টি ছোরা ও ৫টি মোটরসাইকেল উদ্ধার করেছে। শুক্রবার সকাল পৌনে ৮ টায় নন্দনপ্রতাপ এর ফেরদাউস শেখ এর বাড়িতে বারাকপুরের জাহাঙ্গীর গাজীর পুত্র একাধিক মামলার আসামী পাভেল গাজীর নেতৃত্বে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল বসতবাড়ী ভাংচুর করে।

এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র, ককটেল ও মটরসাইকেলসহ অন্যান্য অস্ত্র ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী আনসার শেখ জানান, এর আগেও একাধিকবার আমার বাড়িতে হামলা হয়েছে। শুক্রবার সকালে নন্দনপ্রতাপের ফেরদাউস শেখসহ আমার কয়েকজন সমর্থকদের বাড়িতে ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের পোষা সন্ত্রাসী বাহিনী পাভেল গাজী, সাইদুল নিকেরী, আজাদ নিকেরী, ইলিয়াজ শেখ, পলাশ মিনার নেতৃত্বে এ হামলা হয়েছে। এদের বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও প্রশাসন কোন পদক্ষেপ না নেয়াতে তারা বেপরোয়া হয়ে ওঠে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী জানান, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নন্দনপ্রতাপ এলাকার পরমানন্দ ব্যনার্জীর পুত্র প্রকাশ ব্যনার্জীকে থানা হেফাজতে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

খুলনা টাইমস/এমআইআর