বাজেটে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে বরাদ্দের দাবি

0
157

টাইমস ডেক্স: আসন্ন বাজেটে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে বরাদ্দ দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম। সংগঠনটি দ্রæত স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ারও দাবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের মহাসচিব আবদুল খালেক। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাইদুল হাসান সেলিম। লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে অবকাঠামোগত ও শিক্ষা স¤প্রসারণে প্রভ‚ত উন্নতি সাধন করেছে। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জীবন মানোন্নয়নে যর্থাথ নজর দেয়া হয়নি। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা দেয়া হয়, যা বর্তমান দুর্মূল্যের বাজারে খুবই বেমানান ও লজ্জাস্কর। অথচ দেশের ৯৭ শতাংশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার গুরুদায়িত্ব পালন করেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ জন্য তারা আসন্ন বাজেটে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জীবন মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে বরাদ্দের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আমাদের শিক্ষাব্যবস্থায় শিক্ষকদের জন্য নেই স্বীকৃত একটি শিক্ষা আইন। ফলে একশ্রেণির কর্মকর্তারা বঞ্চনা ও বৈষম্য সৃষ্টির অভিপ্রায়েই যেন জারি করেন যত পরিপত্র, নীতিমালা ও প্রজ্ঞাপন। সংবাদ সম্মেলন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি মো. সাইদুল হাসান সেলিম অতিদ্রæত স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। তিনি বলেন, এখন তো সবকিছু খোলা; শুধু শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া। তাই আমরা অবিলম্বে শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবি জানাই। তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে আমরা প্রতিবন্ধী জাতিতে পরিণত হবো। আমাদের কোনো উন্নয়ন তখন কাজে আসবে না। তাই এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।