বাগেরহাটে সাংবাদিকদের নিয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মশালা

0
410

বাগেরহাট প্রতিনিধি:
পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে, কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মার্তৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরন কর্মশালা করেছে পরিবার পরিকল্পনা বিভাগ। বাগেরহাট প্রেসক্লাব অডিটরিয়ামে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মো. শরিফুল ইসলাম।
বাগেরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গুরুপ্রসাদ ঘোষের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জিকে শামসুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক ডা. স্বপন কুমার চক্রবর্ত্তী, মেডিকেল অফিসার ডা. অনিল কুমার কুন্ডু, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কমিউনিকেশন অফিসার প্রবীর কুমার সেন প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় বাগেরহাট জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।