বাগেরহাটে বাল্য বিবাহ বন্ধে করণীয় বিষয়ে কর্মশালা

0
229

বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ সরকার ও ইউনিসেফ এর যৌথ কার্যক্রমে কমিউনিকেশণ ফর ডেভেলপমেন্ট প্রোগ্রামে বাল্য বিবাহ নোটারী পাবলিক ও নিকাহ রেজিস্টারের ভূমিকা বিষয়ক এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাটে জেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফের সহযোগীতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহিনুজ্জামান, বাগেরহাট পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ মোহাম্মদ আলী, মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ই আলম বাচ্চু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, সহকারী কমিশনার মো: আলীমুজ্জামান মিলন, জেলা পরিষদের সদস্য শরিফা খানম, বাগেরহাট মহিলা পরিষদের সাধারন সম্পাদক এ্যাড: পারভীন আহমেদ, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম টুকু, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, বাগেরহাট জেলা কাজী সমিতির সভাপতি মাও. মো.আবু হানিফ, সাধারন সম্পাদক শেখ নাজিম উদ্দিন, ইউনিসেফের জেলা সমন্বয়কারী মো. তাজুল ইসলামসহ বাগেরহাটে কর্মরত নিবন্ধিত কাজীগনসহ আইনজীবী ও সাংবাদিক উপস্থিত ছিলেন ।