বাগেরহাটে প্রশিক্ষন ও চাকুরীর সুযোগ বিষয়ক মতবিনিময়

0
267

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে যুবকদের প্রশিক্ষন ও চাকুরীর সুযোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সেমিনার কক্ষে আয়োজিত তরুন যুবকদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানজিল্লুর রহমান।
মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে তরুন-যুবকদের সরকারীভাবে প্রশিক্ষন ও সনদ প্রদানে অভিজ্ঞতা অর্জন বিষয়ে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন স্কুল শিক্ষন মুখার্জী রবীন্দ্রনাথ। এ সভায় আরো বক্তব্য দেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা এবিএম জাকির হোসেন, বিডার জেলা কো-অর্ডিনেটর মোঃ মশিউর রহমান
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী তহমিনা আক্তার। প্রধান অতিথি বলেন, সরকার দায় ঠেকে নাই বাড়ী থেকে ডেকে এনে প্রশিক্ষন দিবে। যারা সম্মানির আশায় প্রশিক্ষন নিতে চান তাদের প্রশিক্ষন নিয়ে লাভ নাই। কারন তারা কিছুই করতে পারবে না। বর্তমানে মেশিনেই সব কিছুই তৈরী হচ্ছে। মানসিকতা ঠিক করতে হবে আর নিজের স্কীল নিজেই তৈরী করতে হবে। তাহলেই সফলতা আসবে।