বাগেরহাটে পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0
224

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পুষ্টি বিষয়ক জেলা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের  সম্মেলন কক্ষে পুষ্টি সচেতনতা ও সহায়তা সেবা (এনএএসএস) নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) আয়োজনে সীমান্তিকের সহযোগীতায় অনুষ্ঠিত পুষ্টি বিষয়ক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচলাক দেব প্রসাদ পাল।

বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ পুলক দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গুরু প্রসাদ ঘোষ, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কুমার বকসী, মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ^াস, চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান, এসডিএফ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো: মোখলেছার রহমান, এএমডি টীম লিডার সালেহা খাতুন, জেলা ব্যবস্থাপক রকিব উদ্দীন আহম্মেদ, জেলা কর্মকর্তা মিজান বিন ওয়ালী, শাহ মো: শাহাদৎ হোসেন, সীমান্তিকের বরিশাল অঞ্চলের টীম লিডার মোঃ মামুন অর রশীর, পুষ্টি সচেতনতা ও সহায়তা সেবা প্রকল্পের মহিদুল ইসলাম মিলন, বাগেরহাট জেলা পুষ্টি সুপারভাইজার সানজিনা আহম্মেদ প্রমুখ।

সেমিনারে সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর অর্থায়নে সীমান্তিক পুষ্টি প্রকল্পের বাগেরহাট জেলার চিতলমারী ও মোল্লাহাট উপজেলার বিভিন্ন কার্যক্রম বিষয়ে অবহিত করা হয়।

সেমিনারে জেলা পর্যায়ের সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।