বাগেরহাটে জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা সেমিনার

0
236

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থাপনা, সুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয়ের সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী। বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শওকত হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জাতীয় মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. পারভীন আহমেদ প্রমুখ। সেমিনারে বাগেরহাট জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবাকে সহজ ও জনবান্ধব করতে তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। ভূমি সংক্রান্ত সেবাদানকারী কর্মকর্তা-কর্মচারীকে এ বিষয়ে আন্তরিক থাকতে হবে। ভূমি ব্যবস্থাপনা ও অধিগ্রহনকৃত জমির ক্ষতিপূরণের দাবি মেটাতে বাগেরহাট জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তা চলমান রাখতে হবে। এই ধারা অব্যাহত থাকলে ভূমি ব্যবস্থাপনা ও সেবা দানে বাগেরহাট হবে আগামী দিনের রোল মডেল। তাই ভূমি সংক্রান্ত সেবাদানকারী কর্মকর্তা-কর্মচারীকে আরও আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।