বাগেরহাটে খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিকদলের দু’গ্রুপে মানববন্ধনে

0
277

বাগেরহাট প্রতিনিধি :

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বাগেরহাটে জেলা শ্রমিকদলের দুই গ্রুপ আলাদা-আলাদাভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার সকালে পৃথক পৃথক স্থানে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। খুলনা বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী মাজার মোড়ে জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত আলীর নেতৃত্বে শ্রমিক দলের বিদ্রহী গ্রুপের মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা বন্ধুদলের আহবায়ক কামরুজ্জামান শিমুল, শ্রমিক নেতা ইসলাম শেখ, শেখ মো. বাসারাত হোসেন, এশারাত শেখ প্রমুখ।

অপরদিকে বাগেরহাট জেলা বিএনপির সাধারন সম্পাদক অঅলী রেজা বাবুর নেতৃত্বে বাগেরহাট শহরের সরুইস্থ বিএনপির দলিয় কার্য্যালয় চত্তরে অনুরুপ এক মানববন্ধন পালন করেছে। দলীয় কার্য্যালয়ের ওই মানবন্ধনে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম,কৃষকদলের আহবায়ক সৈয়দ আসাফু দৌলা জুয়েল, শ্রমিক নেতা তাপস কুমার রায়, আবু হানিফ শানু, মো. শাহিন খান, আসাদ মলঙ্গি, বুলবুল পাইক, হুমাউন কবির, জিল্লুর রহমান, মো. মনিরুজ্জামান প্রমুখ।

উভয় গ্রুপের নেতারা তাদের বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী জানান। বক্তারা আরো বলেন দেশে বর্তমানে রাজনৈতিক সংকট চলছে, প্রত্যেকটা সেক্টরে দূর্ণীতিতে ছেয়ে গেছে। দেশের মানুষ আজ এই সরকারের কাছে জিম্মি হয়ে আছে। এ সংকট কাটাতে যেভাবে হোক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। নেতারা অনতি বিলম্বে সরকার প্রধানের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবী করেন।