বাগেরহাটের পূর্ব সুন্দরবনে অগ্নিকান্ড ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

0
166

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের পূর্ব সুন্দরবনে প্রায় ৪ঘন্টা ব্যাপী অগ্নিকান্ডে ৬ শতক বনভ‚মি পুড়ে গেছে। আগুন লাগার বিষয়ে তদন্ত করতে ইতোমধ্যে বনবিভাগ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগিয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন মঙ্গলবার বিকেলে জানান, প্রাথমিকভাবে ধারনা বিড়ি সিগারেটের আগুনে বনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। তবে সঠিক কারণ উদঘাটনের জন্য পুর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক কে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার থেকে ৭ কার্য দিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। উল্লেখ্য সোমবার দুপুরের দিকে সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের ধানসাগর ফরেষ্ট টহল ফাঁড়ি সংলগ্ন বনে আগুন জ্বলে ওঠে। প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে বনরক্ষিরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রন করেন। মঙ্গলবাল সকালে সরেজমিনে অগ্নিকান্ডের ঘটনাস্থলে গেলে প্রত্যর্ক্ষদশীরা জানান, সোমবার বেলা ১ টার দিকে ধানসাগর টহল ফাঁড়ির বনে আগুনের ধোয়া দেখতে পেয়ে তারা নিকটস্থ ধানসাগর টহল ফাঁিড়র বনরক্ষীদের জানায়। প্রথমে বনরক্ষীরা গ্রামবাসীদের সহায়তায় ফায়ার লাইন কেটে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বেলা ৩টার দিকে খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা আঃ ওয়াদুদের নেতেৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে যায়। প্রত্যক্ষদর্শী ধানসাগর গ্রামের আঃ হক হাওলাদার ও সোলায়মান তালুকদার বলেন, তারা প্রথমে আগুন দেখে কলসি বালতি নিয়ে আগুন নেভানোর কাজ শুরু না করলে আগুন নিয়ন্ত্রনের বাইরে যেতো। ধানসাগর গ্রামের মামুন ও সিফাত জানায়, সোমবার দুপুর ১২ টার দিকে অজ্ঞাত পরিচয়ের ৬ যুবক সুন্দরবন থেকে বেরিয়ে মোটরসাইকেল যোগে দ্রæত চলে যাওয়ার পর ওই এলাকায় আগুন দেখা যায়। প্রসঙ্গতঃ এর আগেও একাধিকবার সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।