বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবিতে খুলনাবাসীকে ভোট দেয়ার আহবান

0
460

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস :
বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা করার দাবিতে খুলনায় আলোচনা সভা ও অনলাইন ভোটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪ ডটকম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।
এরই অংশ হিসেবে আজ রোববার বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবে মিলনায়তনে অনলাইন ভোটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন দৈনিক পূর্বাঞ্চলের উপদেষ্টা সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগম ফেরদৌসী আলী।
খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক সুধাংশু মল্লিক, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী সানি ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

 

 

উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হেদায়েৎ হোসেন মোল্লা, সহ-সম্পাদক আনিসউদ্দীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিটিভির খুলনা ব্যুরো প্রধান মকবুল হোসেন মিন্টু, ঢাকা টাইমসের খুলনা ব্যুরো প্রধান শেখ আবু হাসান, বাংলাদেশের খবরের খুলনা ব্যুরো প্রধান একে হিরু, এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রতিনিধি এসএম হাবিব, দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সুবির কুমার রায়, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন খুলনার সভাপতি বাপ্পী খান, এসবি নিউজের বার্তা সম্পাদক হুমায়ুন কবীর, এনটিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি আবু তৈয়ব মুন্সী, ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক, বাংলানিউজ২৪.কম এর খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, বণিক বার্তার খুলনা ব্যুরো প্রধান কাজী শামিম আহমেদ, কালেরকণ্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে বাপী, খুলণাঞ্চলের স্টাফ রিপোর্টার এম এ জলিল, রীতা রাণী মল্লিক, ফটো সাংবাদিক আব্দুল মালেক, গাজী সেলিম প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- জাগো নিউজ খুলনার নিজস্ব প্রতিবেদক আলমগীর হান্নান।
প্রধান অতিথি বেগম ফেরদৌসী আলী বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রæয়ারী ভাষার জন্য আন্দোলন করে জীবন দেয়ার ঘটনা পৃথিবীতে বাংলাদেশেই প্রথম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জাতিসংঘে বাংলাতেই ভাষণ দিয়েছিলেন, যা বাঙালি জাতির অহংকার। বাংলাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে মর্যাদা দিতেই হবে। এটা আমাদের নায্য দাবি।
তিনি বলেন, ৩০ কোটির বেশি মানুষ যে ভাষায় কথা বলে তা এখনো জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি না পাওয়া এক ধরনের অবহেলা। জাগো নিউজ বিষয়টি সামনে এনেছে বলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। জাতিসংঘে বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে চালু করার জন্য তিনি খুলনাবাসীকে ভোট দেয়ার আহবান জানান।