বাংলাভিশনের যুগপূর্তিতে খুলনায় ‘লোকজ ঐতিহ্যে সাজ’ প্রতিযোগিতা ও র‌্যালী

0
578
খবর বিজ্ঞপ্তি :
বাংলাভিশন’র যুগপূর্তি উপলক্ষ্যে শনিবার সকাল ৯ টায় শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি পিকচার প্যালেস ও থানার মোড় হয়ে শহীদ হাদিস পার্ক এসে শেষ হয়। পরে বাংলাভিশন’র ১৩ বর্ষে পদার্পন উপলক্ষ্যে কেক কাটা হয়। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, সিটি মেয়র মো: মনিরুজ্জামান মনি, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রবিকুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পরে শহীদ হাদিস পার্কে ‘লোকজ ঐতিহ্যে সাজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে প্রথম হয়েছেন মো: ইয়াছিন শরীফ ও ইউসুফ আলী শরীফ সহোদর, দ্বিতীয় তাজবিন আহমেদ সাহিল ও তৃতীয় হয়েছেন হুরাইয়া রাইয়ানা খান।  প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সিটি মেয়র মো: মনিরুজ্জামান মনি ও বাংলাভিশনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ।