বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা জেলা শাখার শীতবস্ত্র বিতরণ

0
187

খবর বিজ্ঞপ্তি:
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার বিকেলে নগরীর শীতলা বাড়ি মন্দিরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতার্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে সিটি মেয়র বলেন, করোনা মহামারীতে কর্মহীন মানুষের দুর্দশা বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার তাদেরকে পর্যাপ্ত সহায়তা প্রদান করেছেন। সরকারের পাশাপাশি সামর্থবান সকলের তাদের পাশে দাড়ানো উচিৎ। ফেব্রæয়ারি মাসের ৭ তারিখ থেকে খুলনায় করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হবে এবং পর্যায়ক্রমে সকলকে টিকা কার্যক্রমের আওতায় আনা হবে বলে তিনি এ সময় উল্লেখ করেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশ-এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। অন্যান্যের মধ্যে ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদাউস হোসেন লাবু, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, সহ-সভাপতি এ্যাড. নিমাই রায়, রতন মিত্র, সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ দত্ত, যুগ্ম সম্পাদক বিমান সাহা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।