বাংলাদেশ কোস্ট গার্ড কতৃক ১ কেজি ক্রিস্টাল মেথ এবং ২৪০ ক্যান বিয়ার উদ্ধার

0
114

নিজস্ব প্রতিবেদক
গোপন সংবাদের ভিত্তিতে (২৭ ফেব্রুয়ারি) রাত ৩ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলাপাড়া ঝাউবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে তিনটি বস্তা তল্লাশি করতঃ ক্রিস্টাল মেথ (আইস) ১ কেজি ও ২৪০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়।
জব্দকৃত বিয়ার ও ক্রিস্টাল মেথ আইস এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।