বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের পক্ষে নারায়ণগঞ্জের তারাবোয়ায় এ্যাম্বুলেন্স উপহার

0
154

ঢাকা অফিস:
দুই দশকের ও বেশি সময় ধরে দেশের ভোজ্যতেলের বাজারে প্রসিদ্ধ কোম্পানি বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বি.ই.ও এল) সামাজিক দায়বদ্ধতা থেকে নারায়ণগঞ্জের তারাবোয় একটি এ্যাম্বুলেন্স উপহার হিসাবে প্রদান। বি.ই.ও.এল এর তেল নারায়ণগঞ্জের রুপসীতে অবস্থিত বি.ই.ও.এল দেশের ১ নম্বর ভোজ্যতেলের ব্রান্ড রুপচাদা সয়াবিন তেলের পাশাপাশি ফরচুন রাইস ব্রান্ড মিজান অলিন, কিংস সানফ্লাওয়ার অয়েল ও ভিওলা সয়াবিন তেল বাজারজাত করে। পাশাপাশি কোম্পানির পন্যসম্ভারে আছে রুপচাদা চিনিগুরা চাল রুপচাদা জিরা চাল রুপচাদা নাজিরশাইল চাল, ফরচুন বাসমতি চাল, ভিওলা মিনিকেট চাল, এবং ভিওলা চিনিগুরা চাল। আইন ও সামাজিক দায়বদ্বতায় শ্রদ্ধাশীল। বি,ই,ও,এল নিয়মিত আয়কর ও ভ্যাট সরকারের কোষাগারে প্রদান করে। পাশাপাশি বাতসরিক মুনাফার একটি অংশ আইনানুযায়ী শ্রমিক কল্যান তহবিলেও জমা দেয়। ভারত ও সিংগাপুরের যৌত মালিকানাধীন কোম্পানিটি। তারার পৌরসভার কার্যালয়ে মেয়র তারাব পৌরসভা, হাসিনা গাজীর হাতে বিগত ১১ ফেব্রæয়ারী ২০২১ তারিখে এ্যাম্বুলেন্সের প্রতীকি চাবি হস্থান্তর করেন। বি,ই,ও,এল এর জেনারেল ম্যানেজার ইনাম আহমেদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নারায়ণগঞ্জ-১ আসনের মাননীয় মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রনালয় গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক। আরো উপস্থিত ছিলেন তারার পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর। এবং বি,ই,ও,এল এর উর্দতন কর্মিকর্তা