বাংলাদেশের ইতিহাসের ধারক ও বাহক আ’লীগ : কামরুজ্জামান জামাল

0
303

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একান্ত সাক্ষাৎকারে খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন কারুজ্জামান জামাল বলেন, বাংলাদেশের ইতিহাসের ধারক ও বাহক আওয়ামীলীগ। বাংলাদেশ আওয়ামীলীগ ১৯৪৯ সালে ২৩ শে জুন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্নে দলের যুগ্ন সাধারন সম্পাদক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। উপমহাদেশের সর্ববৃহৎ দল এই বাংলাদেশ আওয়ামীলীগ। জাতির পিতার নেতৃত্বে ১৯৪৯ সাল থেকে ৫২ ভাষা আন্দোলন থেকে স্বাধীকার আন্দোলন ও স্বাধীনতা অর্জন পর্যন্ত সকল অর্জন বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বেই হয়েছিল। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট জাতির জনককে হত্যার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল স্বাধীনতার পরাজিত শক্তিরা। পরবর্তীতে ১৯৮১ সালে দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরতে সক্ষম হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এক দশক ধরে সারা দেশ ঘুরে দলকে সংগঠিত করেন তিনি। স্বৈরাচার বিরোধী তীব্র গণআন্দোলনও হয় তার নেতৃত্বে। ১৯৯৬ সালে তার নেতৃত্বেই ২১ বছর পর সরকার গঠন করে আওয়ামী লীগ। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে আবার সরকার গঠন করে আওয়ামীলীগ। সেখান থেকে টানা তৃতীয় বার ক্ষমতায় আছে।
আজকে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে দাড় করিয়েছেন। আজ বিশ^ নেতাদের অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে উন্নয়নের কারনে। আগে বিশ্ব বাংলাদেশকে চিন্ত না, তবে বঙ্গবন্ধুর দেশ বললে চিন্ত। ঠিক তেমনি আজকে শেখ হাসিনার দেশ বললে বাংলাদেশকে সবাই চিনে। আগামী দিনে বাংলাদেশ আরো সুসংগঠিত হবে এবং জাতির পিতার স্বপ্ন শতভাগ বাস্তবায়ন হবে। সবশেষে সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানান এবং করোনা ভাইরাস সংক্রমনে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।