বাংলাদেশকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে ভারত

0
401

খেলা ডেস্ক, খুলনা টাইমস:

হার দিয়ে শুরু হলেও!শেষ কিন্তু ওই পর্যন্তই। আর দশটা বড় দলের মতোই ঘুরে দাঁড়িয়ে ভারত উঠে গেল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।
বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচে রোহিত শর্মার দল দাঁড়িয়ে ছিল সরল সমীকরণের সামনে—জিতলেই ফাইনাল। আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৭৬ রানের স্কোরটা কী একটু কম হয়ে গিয়েছিল? অন্তত শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ২১৪ রান তাড়া করে জেতার পর ভারতের সমর্থকদের একটু চিন্তায় পরা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ওয়াশিংটন সুন্দর-যুজবেন্দ্র চাহালরা কোনো বিপদ ঘটতে দেননি।
বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে রোহিতের দল। চার ম্যাচের মধ্যে তিনটি জিতেছে ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় দলও তাঁরা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার তিন ম্যাচে সমান একটি করে জয় ও দুই হার। নিট রানরেটে এগিয়ে শ্রীলঙ্কা টেবিলে দ্বিতীয়, বাংলাদেশ তৃতীয়। অর্থাৎ, শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটা অলিখিত ‘সেমিফাইনাল’। এ ম্যাচে জয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

সংবাদটি শেয়ার করুন।