বরিশাল সমিতির শেরে বাংলার ১৪৬তম জন্মবার্ষিকী পালিত

0
270

খবর বিজ্ঞপ্তি:
অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী, মেধাবী রাজনীতিবিদ, কলকাতার পৌরসভার প্রথম মুসলিম মেয়র, লাহোর প্রস্তাবের উত্থাপক, বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী মহান নেতা শের-এ-বাংলা এ কে ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকীতে ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার সন্ধ্যায় নগরীর হোটেল আরাফাত ইন্টারন্যাশনালের মিলনায়তনে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর দায়রা জজ মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আলহাজ্ব আব্দুল জলিল খান কালাম এবং জাতীয় পার্টি-জেপি’র খুলনা জেলার সভাপতি এ্যাড. আব্দুল মজিদ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, খুলনা জেলার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ দেলওয়ারা বেগম। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তৃতা করেন সমিতির ভাইস প্রেসিডেন্ট কাজী নূরুল ইসলাম। এ সময়ে মহান নেতার বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা করেন-এইচ এম তৌহিদ, মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, অধ্যাপক এম এ মান্নান বাবলু, আলহাজ্ব চ ম মুজিবর রহমান, আব্দুর রাজ্জাক, এম এ সালাম, মুক্তিযোদ্ধা হায়দার আলী হাওলাদার, শিক্ষক হুমায়ুন কবির, তাসলিমা আক্তার, হুমায়ুন কবির খান, এপেক্সিসিয়ান এ্যাড. শহীদুল ইসলাম, বিপ্লব কান্তি দাস, সেলিম হাওলাদার, ডাঃ এন এম বাবুল, তানভীর আহমদ প্রমুখ।
সভা থেকে অপর এক প্রস্তাবে সমিতির প্রতিষ্ঠাতা নেতা ও ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ম্যানেজার মোঃ ফিরোজ আলম খানের পিতা মোঃ হাচান আলী খানের ইন্তেকালে শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।