বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনার সচেতন শিক্ষার্থীদের মানববন্ধন

0
399

খবর বিজ্ঞপ্তি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন সরকারের মদদপুষ্ট পরিবহন সংশ্লিষ্ট সন্ত্রাসীবাহিনীর বর্বোরচিত হামলা ও প্রশাসনের নিস্পৃহতার প্রতিবাদে খুলনার সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে আজ ১৭ ফেব্রæয়ারি বিকেল ৪টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেনÑগণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, আগুয়ান ৭১-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ চৌধুরী, খুলনা জেলা সভাপতি আবিদ হাসান শান্ত, সংস্কৃতিকর্মী আকবর হোসেন, কবি রোমেল রহমান, শ্রমিকনেতা মোশাররফ হোসেন, আলমগীর কবীর, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগর আহবায়ক আল আমীন শেখ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় সদস্য নিয়াজ মুর্শেদ দোলন, সুজয় সাম্য, শাহেদ রহমান শুভ, ছাত্র ফেডারেশন মহানগর সদস্য সাগর চ্যাটার্জী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার দাপট দেখিয়ে কাওসার হোসেন শিপনের ইন্ধনে পরিবহন শ্রমিকরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর প্রায়ই হয়রাণীমূলক আচরণ করে। তাদের নিকট থেকে অনির্দিষ্ট ভাড়া আদায় করে। শিক্ষার্থীদের নির্দিষ্ট স্থানে না নামিয়ে অন্যত্র নামিয়ে দেয়। এই ঘটনার নেতৃত্বদানকারী ব্যক্তি কাওসার হোসেন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ও বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক। তার নেতৃত্বে পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। মধ্যরাতে ভাড়াটে সশস্ত্র গুন্ডাবাহিনী রূপাতলী হাউজিংয়ে প্রবেশ করে মেসে-মেসে হামলা চালায়। নজীরবিহীন এই হামলায় শিক্ষার্থীরা মারাত্মক জখম হয়। শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকারের রাজনৈতিক হাতিয়ার পুলিশবাহিনী নিস্পৃহ ভ‚মিকা পালন করে। বক্তারা অবিলম্বে ঘটনার সাথে যুক্ত সন্ত্রাসী ও পৃষ্ঠপোষকদের দ্রুতবিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।