বরিশালে মা ইলিশ রক্ষা অভিযান

0
207

টাইমস ডেস্ক:
ইলিশের প্রজনন বাড়াতে মা ইলিশ রক্ষায় গতকাল বুধবার থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় বরিশালের কীর্তনখোলা নদীতে ইলিশ শিকার প্রতিরোধে যৌথভাবে মহড়া দেয় জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌবাহিনী ও নৌপুলিশ। গতকাল বুধবার থেকে ২২ দিন শুধু ইলিশ আহরণই নয়, বেচা-কেনা, মজুদ ও সরবরাহও বন্ধ করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ জানান, গত বছর বরিশালে ৫২ হাজার মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়েছে। এবছর সঠিকভাবে মা ইলিশ ও জাটকা সংরক্ষণ করা গেলে ৬০ হাজার মেট্রিক টন আহরণের আশা করা হ”েছ। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘মা ইলিশ রক্ষায় সব ধরনের প্র¯’তি সম্পন্ন হয়েছে। জেলেদের বাইরে অতিউৎসাহী কেউ ইলিশ শিকারে নাদীতে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যব¯’া নেওয়া হবে। তাছাড়া দুয়েক দিনের মধ্যেই সরকারি সহায়তা কার্ডধারী জেলেদের কাছে পৌঁছে দেওয়া হবে। ’