বরিশালে কাল থেকে শুরু চরমোনাই মাহফিল

0
1559
শেখ মোঃ নাসির উদ্দিন, বরিশাল থেকে:
বরিশালের চরমোনাই মাদ্রাসার (বিশ্বের তৃতীয় ইসলামী মহাসম্মেলন) তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হচ্ছে বুধবার। আগামী শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী মাহফিলের সমাপ্তি হবে।
আগামীকাল (৭ মার্চ) বুধবার বাদ জোহর চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করবেন। তিন দিনে মোট ৭টি বয়ান হবে। এর মধ্যে ৫টি বয়ান করবেন চরমোনাই পীর ও দুটি বয়ান করবেন চরমোনাই পীরের ভাই মাওলানা সৈয়দ ফয়জুল করিম। মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেলা ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন এবং তৃতীয় দিন শুক্রবার সকাল ১০টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হবে, এছাড়াও ময়দানে শ্রমিক আন্দোলন ও যুব আন্দোলনের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এদিকে তিন দিন আগে থেকে চরমোনাই ‘র মুজাহিদরা মাহফিলে আসতে শুরু করেছেন। মাহফিলের দ্বিতীয় দিন ভারতের দেওবন্দের ৫ জন ভিআইপি মাহফিলে অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। মুসল্লিদের জন্য মোট ৪টি মাঠে প্রায় ১০ বর্গকিলোমিটার প্যান্ডেল করা হয়েছে। ইতোমধ্যে তিনটি মাঠে লক্ষ্য লক্ষ্য মুসল্লিতে পরিপূর্ণ হয়ে গেছে বলে জানিয়েছেন মাহফিলের আয়োজকরা।