বরিশালে ইয়াবা-গাঁজাসহ আটক ৪

0
337

খুলনাটাইমস: বরিশাল নগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। ডিবি পুলিশের এসআই মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা পার্কে অভিযান চালানো হয়। অভিযানে রিয়াজ খান (২২) নামে এক যুবককে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। রিয়াজ নগরের ভাটারখাল এলাকার মোহাম্মদ আলী খানের ছেলে। অপরদিকে ডিবি পুলিশের এসআই নজরুল ইসলাম তার সঙ্গীয় টিম নিয়ে নগরের ২৩ নম্বর ওয়ার্ডের দরগাবাড়ীর পোল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাত পিস ইয়াবাসহ মো. নিশান সরকার (২৫) ও মো. সাইদ ফকির (২৮) নামে দুই যুবককে আটক করে। আটক মো. নিশান সরকার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা এলাকার সাইফুল ইসলাম নিলুর ছেলে ও মো. সাইদ ফকির বরিশালের আগৈলঝাড়া উপজেলার দতেরাবাদ এলাকার আ. জব্বার ফকিরের ছেলে। এদিকে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নগরের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৫ গ্রাম গাঁজাসহ মো. স¤্রাট শেখ (৩০) নামে এক যুবককে আটক করা হয়। আটক স¤্রাট শেখ নগরের উত্তর সাগরদী এলাকার মো. করম আলী শেখের ছেলে।
জাল নোটসহ একজন আটক: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক হাজার টাকার ৪৪টি জাল নোটসহ কাঞ্চন হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দেহেরগতি এলাকা থেকে এক হাজার টাকার ৪৪টি জাল নোটসহ তাকে আটক করা হয়। কাঞ্চন ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. সাইদুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।