বটিয়াঘাটায় ৪১ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯ উদ্বোধন

0
412

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটায় ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠান রবিবার বেলা ১১ টায় বটিয়াঘাটা হেড কোয়ার্টার পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচির উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমান। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের তত্ত্বাবধায়ন ও পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাই, বটিয়াঘাটা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ অমিতেষ দাস, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, কে-বাইনতলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কাশেম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পঙ্কজ বিশ্বাস। সঞ্চালনা করেন অন্নদা শংকর রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছি লেন, প্রহ্লাদ জোতদার, সাংকাদিক আহসান কবির, অশোক মন্ডল প্রমূখ। মেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্টলে নানা রকম সামগ্রী উপস্থাপন করেন।