বটিয়াঘাটায় রাস  স্নান উৎসব উৎযাপিত

0
276

বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে রাস  স্নান উৎসব উৎযাপিত হয়েছে। উপজেলার কাজীবাছা নদীতে কিসমত ফুলতলা শশ্মান মন্দির, কচুবুনিয়া মাহশশ্মান, ফুলতলা নর নারায়ন মঠ, কাতিয়ানাংলা হালিয়া,হাটবাটি মঠ, মাইলমারা, মাইটভাঙ্গা, ছয়ঘরিয়া মঠ, শৈলমারী, বারোআড়িয়া, ভদ্রা শশ্মান সহ বিভিন্ন এলাকায় রাস ¯স্নান অনুষ্ঠিত হয়েছে। বঙ্গোপসাগরের উপকূলে দুর্র্বার চরে আলোর কোলে বুলবুল এর প্রভাবে রাস ¯স্নান উৎসব পরিত্যাক্ত ঘোষনা করে। উক্ত রাস ¯স্নান উৎসবে যেতে না পারা ভক্তরা পূর্ণ রাস ¯স্নান শুরু করেন। এ সময় ভক্তরা রাস ¯স্নানের মধ্যদিয়ে সকল পাপ মোচন করে নতুন করে জীবন শুরু ও রোগ মুক্ত থাকতে এ রাস ¯স্নানের আয়োজন করা হয় বলে জানা যায়। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, প্যানেল চেয়ারম্যান বিপ্রদাস টিকাদার কার্তিক ইউপি সদস্য তপতি বিশ্বাস, প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন অধিকারী, শিক্ষক হরিদাস রায়, পুটু রায়, ঠাকুর দাস গাঙ্গুলী,নিতাই রায়, মধুসূধন মল্লিক,ইন্দ্রজিত সরকার, শ্যামল বকসী প্রমূখ।