বটিয়াঘাটায় মিথ্যা অভিযোগে মামলার অভিযোগ হাফিজের

0
269

বটিয়াঘাটা প্রতিনিধি: বৃহস্পতিবার বেলা দেড়টায় বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার কিসমত কুরিঘাটা গ্রামের মোঃ হাফিজুর রহমান শেখ। সম্মেলনে লিখিত বক্তেব্যে তিনি বলেন গত ১৯৭৯ সালে উপজেলার ১০০ নং তলাপড়া মৌজার সি,এস ৯৫ এস,এ ৯৯ খতিয়ানে ১০৮,১৫১,১৬১ও ২০৫ দাগের মধ্যে হইতে ৫২ শতক জমি ৪৭৯৮ নং কবলা দলিল মুলে খুলনা জয়েন্ট সাব-রেজিষ্ট্রী অফিসের মাধ্যমে আব্দুর রাজ্জাকের নিকট থেকে ক্রয় করেন। উক্ত জমির বিআরএস রেকর্ড প্রাপ্ত হয়ে হাল নাগাদ খাজনা দাখিলা পরিশোধ পূর্বক টিন সেড ঘর নির্মাণ করে র্দীঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভোগদখল করে আসছেন। বর্তমানে ঘরের ছাদ নির্মাণ করে মেরামত কাজ চলছে। সম্প্রতি একটি কু-চক্রি মহলের ইন্দোনে প্রতিপক্ষ রাজ্জাক বটিয়াঘাটা সহকারী জজ আদালতে দেঃ ১৯৪/১৯ একটি মিথ্যা মামলা দাখিল করে। প্রতিপক্ষ উক্ত জমিকে কেন্দ্র করে আমাদের সম্মান ক্ষুন্ন করার জন্য মিথ্যা তথ্য উপস্থাপন করে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ পরিবেশন করে ভার্বমূর্তি ক্ষুন্ন করছে এবং নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এহেন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাছি। ভবিষ্যতে এহেন ষড়যন্ত্রের থেকে তাদের বিরত থাকার আহ্বন জানাচ্ছি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তার ভাই আব্দুল হামিদ সোররাব হোসেন,নাছির উদ্দিন, সাইফুল ইসলাম সহ এলকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।