বটিয়াঘাটায় জাতীয় কন্যা শিশু দিবসে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0
199

বটিয়াঘাটা প্রতিনিধি:
“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং নারী উন্নয়ন ফোরামের সহযোগিতায় বুধবার বেলা ১১ টায় অধিদপ্তরের কার্যালয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডলের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়ের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার পতœী সারাফ আনিকা হক। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সমবায় কর্মকর্তা জান্নাতুন্নেছা বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা মৌসুমি আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা কনক গনপতি, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শামীমা খাতুন, তথ্য সহকারী যুঁথী দেবনাথ ও ইরানী, সহকারী শিক্ষিকা মল্লিকা মল্লিক, সহকারী শিক্ষিকা বিনীতা রায়, শিক্ষার্থী শ্রীজা ঘোষ, প্রজ্ঞা মন্ডল সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।