বছরান্তে সেপটিক ট্যাংক পরিস্কারের আহবান কেসিসি মেয়রের

0
429

সংবাদ বিজ্ঞপ্তি:

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে মানববর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। এ কার্যক্রমে বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। আধুনিক এ প্রযুক্তির মাধ্যমে তিনি প্রতি বছর অন্তত একবার বাসাবাড়ি, স্কুল-কলেজসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেপটিক ট্যাংক পরিস্কার করার জন্য সকলের প্রতি আহবান জানান।

সিটি মেয়র আজ বুধবার সন্ধ্যায় সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১ নং ফেজের পার্কে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে আয়োজিত সামাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নিয়মিত নিরাপদ সেপটিক ট্যাংক পরিস্কার প্রচারাভিযানের অংশ হিসেবে এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এ সমাবেশের আয়োজন করে।

কেসিসি’র প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগে. জেনারেল আহসানুল হক মিয়া। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে প্রফেসর মুজিবুর রহমান, মোঃ আব্দুল কাদের বেগ, শরীফ আতিয়ার রহমান, মোঃ আব্দুল বারী, মোঃ নুরুজ্জামান প্রমুখ সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান এবং শুভেচ্ছা বক্তৃতা করেন এসএনভি’র টীম লিডার রাজীভ মুনানকামি।

সমাবেশে উপস্থিত এলাকাবাসীর মধ্যে বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে নিয়মিত সেপটিক ট্যাঙ্ক পরিস্কার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মল যাত্রা নাটক প্রদর্শন করা হয়।