বঙ্গোপসাগের সৃস্টি সুস্পস্ট লঘুচাপের প্রভাবে মংলাসহ উপকুলে দূর্যোগপূর্ন আবহাওয়া: জাহাজের কাজ ব্যহত, ৩ নম্বর সংকেত বহাল

0
468

মংলা প্রতিনিধি:
বঙ্গোপসাগের সৃস্টি সুস্পস্ট লঘুচাপের প্রভাবে মংলা সমুদ্র বন্দর সহ সুন্দরবন উপকুলীয় এলাকায় দূর্যোগপূর্ন আবহাওয়া বিরাজ করছে। এতে বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী সকল বানিজ্যিক জাহাজের পন্য-খালাস বোঝাই ব্যহত হচ্ছে। গত ২৪ঘন্টা পার হলেও ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। গতকাল রোববার সকাল থেকে রোদ-বৃস্টির লুকোচুরি ও ভ্যাবসা গরম আবহাওয়া বিরাজ করছে।
আবহাওয়া অফিস জানিয়েছে-উত্তর-পশ্চিম বঙ্গোগাপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘূনীভুত হয়ে একই এলাকায় সুস্পস্ট লঘুচাপে পরিনত হয়েছে। এটি আরও ঘুনীভুত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। যার ফলে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকুলীয় এলাকায় বায়ুচাপের তারতাম্যের আধিক্য বিরাজ করছে। এ কারনে মংলা সহ অন্য তিন সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মংলা বন্দর সুত্রে ও হারবার বিভাগ জানায়, এ বন্দরে এখন মোট ১২টি বানিজ্যিক জাহাজ অবস্থান করছে। এর মধ্যে খাদ্যবাহী জাহাজও রয়েছে। এ বন্দরে ক্লিংকার বাহী ২টি,গ্যাস ২টি,কন্টেইনার ১টি,জেনারেল কার্গো ১টি,টি এস পি ও ইউরিয়া সার ২টি,পাথর বোঝাই ২টি,¯øাগ ১টি ও চাউল বাহী ১টি জাহাজ বন্দরের জেটি ও হারবাড়িয়া এলাকায় অবস্থান করছে। এছাড়াও গতকাল দুপুরে ২টি বিদেশী বানিজ্যিক জাহাজ ছেড়ে গেছে এবং নতুন একটি জাহাজ পন্য বোজাই করে বন্দরে ভিরবে বলে জানায় হারবার অফিসের কর্মকর্তা মোঃ সৈয়দ হোসেন। দুর্যোগপুর্ন আবহাওয়া ও বৃস্টিপাতের কারনে বন্দরের জেটি ও হারবাড়িয়ায় অবস্থান নেয়া জাহাজ গুলোতে মালামাল খালাস ও বোঝাই করতে প্রায় সময়ই ব্যাহত হচ্ছে। সাগর উত্তল থাকার কারনে সুন্দরবনের উপকুলীয় ও উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরা নৌকা ও ট্রলার সমুহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকুলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল ও গভীর সমুদ্রে বিচরন না করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।