বঙ্গোপসাগরে অপহৃত ২৩ জেলের সন্ধান দু’দিনেও মেলেনি : জলদস্যু বড় ভাই বাহিনীর মুক্তিপণ দাবী

0
563

শেখ মোহাম্মদ আলী, শরণখালা (বাগরহাট) প্রতিনিধি : 

বঙ্গোপসাগরে অপহৃত ২৩ জেলের সন্ধান গত দু’দিনেও মেলেনি। শুক্রবার রাতে জলদস্যু বড় ভাই বাহিনী সাগরের দুবলারচরের দক্ষিণ বঙ্গবন্ধু চর এলাকা থেকে মুক্তিপণের দাবীতে ওই জেলেদের অপহরণ করে নিয়ে যায়।
দুবলা ফিসারমন গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জানান, শুক্রবার রাতে বঙ্গোপসাগরে মাছ ধরারত জেলেদের বহরে হানা দিয়ে মারধর করে অস্ত্রধারী বড়ভাই বাহিনী পরিচয়দানকারী দস্যুরা ট্রলারযোগে এসে জেলেদের ট্রলার ও নৌকা থেকে ২৩ জেলেকে তুলে নিয়ে যায়। জেলেদের জন প্রতি ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে দস্যুদের সাথে টাকা নিয়ে যোগাযোগ করতে বলে যায়। অপহৃত ২৩ জনের মধ্যে ১৭ জন কয়রা উপজেলার চাকলা ও ৬ জন রামপাল এলাকার বলে জানা গেছে। জেলে অপহরণের খবর জেলে পরিবারের মাঝে আতংক ও উৎকন্ঠা বিরাজ করছে বলে সূত্রে জানা যায়।
এ ব্যাপারে কোষ্টগার্ড পশ্চিম জোন মোংলার অপারেশন অফিসার লেঃ আব্দুল্লাহ আল মাহমুদ মুঠোফোনে বলেন, জেলে অপহরণের কোন খবর তার জানা নেই, তবে সাগরের ওই এলাকাশ তাদের নিয়মিত টহল জাহাজ রয়েছে, তাদেরকে খোঁজখবর নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে ।#