বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন খুবির দু’জন শিক্ষক

0
339

খবর বিজ্ঞপ্তি:
সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে দেশে-বিদেশে এমএস, পিএইচডি এবং পিএইচডি উত্তর কোর্সে নির্বাচিতদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক এ ফেলোশিপ লাভ করেছেন। এর মধ্যে একজন বিদেশে এবং অপর জন দেশে পিএইচডি কোর্স সম্পন্ন করবেন। এগ্রিকালচারের উপর জাপানের সাগা ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য এই ফেলোশিপ লাভ করেছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ মোস্তফা কামাল এবং দেশে জেনেটিকস এন্ড প্লান্ট ব্রিডিং এর উপর পিএইচডি করার জন্য ফেলোশিপ লাভ করেছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এস এম আব্দুল্লাহ আল মামুন।