বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির দোয়া মাহফিল

0
239

খুলনাটাইমস ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে আজ সন্ধ্যায় বঙ্গভবনের গ্যালারী হলে দোয়া মাহফিলের আয়োজন করেন। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবির মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ১৫ আগস্টের কালরাতে শাহাদৎবরনকারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যবর্গ, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ অন্যান্য দেশ প্রেমিকের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া, দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগনের কল্যাণ এবং বিশ্বের মুসলিম উম্মাহ্’র বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। করোনাভাইরাসে আক্রান্তদের আশু আরোগ্য এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস থেকে বিশ্বের সকলকে নিরাপদ রাখতে মহান আল্লাহ’র রহমত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং বঙ্গভবনের পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা যোগ দেন।