ফ্রান্সের ঘটনায় সম্মিলিত ওলামায়ে কেরামের নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ

0
221

খবর বিজ্ঞপ্তি:
সম্প্রতি ফ্রান্সে মহানবী (সঃ)-কে নিয়ে ব্যাঙ্গ করে চিত্রায়ানে গোটা মুসলিম মিল্লাতের অন্তরে চরম আঘাত দিয়ে ঐ দেশের প্রেসিডেন্টসহ বিশ্বের কিছু অমুসলিম দেশ শান্তিময় পৃথিবীতে অশান্তির সৃষ্টি করায় সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা পক্ষ নেতৃবৃন্দ তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ও মাহে রবিউল আওয়্যাল মাসে মহনবীকে (সঃ)-কে নিয়ে কটূক্তি ও ব্যাঙ্গ এদেশের মুসলিমগণ জীবন দিয়ে হলেও হুজুর (সঃ) শান-মান-মর্যাদা অক্ষুণœ রাখতে বদ্ধপরিকর। কেননা আল্লাহ্ বলেন, ‘নবী মুহম্মদ (সঃ) মুমেনের নিকট নিজের জীবন থেকে বেশী প্রিয়।’ (সূরা আহযাব)। তাই সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা এ মর্মে বিশ্ব মুসলিম রাষ্ট্রের কাছে অনুরোধ জানাচ্ছে, অনতিবিলম্বে জাতিসংঘের মাধ্যমে সকল ধর্ম ও ধর্মীয় বোদ্ধাদের প্রতি শতভাগ শ্রদ্ধা নিশ্চিত রাখতে ব্যাঙ্গ ও কটূক্তিকারীরদের বিরুদ্ধে শাস্তির আইন পাস করার জন্য। সেই সাথে বাংলাদেশেও সংসদে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন ব্যক্তির বিরুদ্ধে শাস্তির আইন পাস করার দাবী জানান। পাশাপাশি মাহে রবিউল আওয়্যাল মাসে মহানবী (সঃ)-এর জীবনী আলোচনা ও তাঁর আদর্শের প্রতি অনুপ্রাণিত করতে দেশের সকল মুসল্লিকে ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করার আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেন সংগঠনের আহ্বায়ক মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, উপদেষ্টা মুফতি আব্দুর রাজ্জাক, প্রিন্সিপাল মাওঃ ইদ্রিস আলী, প্রিন্সিপাল মাওঃ আব্দুর রহমান,সদস্য সচিব মাওঃ ডি এম নূরুল ইসলাম ঢালী, প্রচার সম্পাদক মাওঃ সুফী শফিউদ্দীন নেছারী, সহ-প্রচার সম্পাদক মাওঃ হাফেজ কাইয়্যুম, মাওঃ শাহাদাৎ হোসাইন, মাওঃ বাইজিদ হোসাইন, মাওঃ মুহিবুল্লাহ, মাওঃ খলিলুর রহমান, মাওঃ মোক্তার হোসাইন, মাওঃ আব্দুর রঊফ, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ গোলাম রসুল, হাজী শহিদ, মাওঃ গোলজার হোসাইন প্রমুখ ওলামাগণ।