ফেডারেশনের সাধারণ সভা বর্জনের সিদ্ধান্ত খুবি শিক্ষক সমিতির

0
260

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফডারেশন কর্তৃক প্রেরীত বাংলাদেশ বিশ্ববিদালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রণীত বিশ্ববিদালয় শিক্ষক নিয়োগ, পদায়ন ও পদোন্নতির নূন্যতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকার বিষয়ে করণীয় সম্পর্কে মতামত গ্রহণের নিমিত্তে বুধবার খুলনা বিশ্ববিদালয় শিক্ষক সমিতির এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ২৮ আগস্ট অতি জরুরী সাধারণ সভায় ‘পাবলিক বিশ্ববিদালয়ে শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদায়োন সংক্রান্ত নীতিমালা ”প্রত্যাখান করার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল তা এ নির্দেশিকার ক্ষেত্রেও বহাল রাখার ব্যাপারে সম্মানিত সদস্যবৃন্দ সর্বসম্মতি জ্ঞাপন করেন। একই সাথে, বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদালয়ের শিক্ষক সমিতি কর্তৃক এরূপ নীতিমালা প্রত্যাখাত হওয়া সত্ত্বেও এবং বিশ্ববিদালয়ের স্বায়ত্বশাসন পরিপন্থী এ নীতিমালা/নির্দেশিকার ব্যাপারে বাংলাদেশ বিশ্ববিদালয় শিক্ষক সমিতি ফেডারেশনের জোরালো প্রতিবাদী অবস্থান না নেওয়ায় আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিশ্ববিদালয় শিক্ষক সমিতি ফডারেশনের সাধারণ সভা বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।