ফুলবাড়ীগেট বালুর মাঠে কোরবানীর পশুরহাটের উদ্বোধন

0
275

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
খুলনা যশোর মহাসড়কের পাশে ফুলবাড়ীগেট মীরেরডাঙ্গা পেট্ট্রোল পাম্প সংলগ্ন বালুর মাঠের সপ্তাহব্যাপী কোরবানীর পশুরহাটের উদ্বোধন শনিবার অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রুপমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপাতি শেখ আবিদ হোসেন, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স, ম রেজওয়ান আলী, মহানগর সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ খান খোকন, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ সাহাবুদ্দিন আহম্মেদ, যোগিপোল ইউনিয়ন আওয়মীলীগের সভাপতি ইউসুফ আলী খলীফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, দৌলতপুর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহফুজা সাহাবুদ্দিন, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, যোগিপোল ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাঈদ হাওলাদার আব্বাস, কাজী শহিদুল ইসলাম পিটো, মো. আরিফ হোসেন, ফিরোজা বেগম, শেখ গোলাম কিবরিয়া, রফিকুল ইসলাম রফিক, হাফিজা বেগম, আমজাদ হোসেন, শাহ নুরুল ইসলাম, শাহ আমিরুল ইসলাম, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি রুমা খন্দকার মুন্নি, সাধারণ সম্পাদক অম্বিকা রানি মন্ডল, আবু হেনা বাবলু, তরিকুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান মানিক, মো. সাইফুল ইসলাম বাবু, মাসুম খন্দকার, আশিকুর রহমান, হোসেন আলী হাওলাদার, রবিউল ইসলাম রবি, শেখ তরিকুল ইসলাম, বায়জিত সরদার, বিপ্লব, হানিফ, সেলিম চৌধরী, ছাত্রলীগ নেতা আল আমিন, মঞ্জু, রেজাউল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন আমন্ত্রীত অতিথিদের নিয়ে ফিতা কেটে কোরবানীর পশুর হাটের শুভ উদ্বোধন করেন। পশুর হাট আগামী ১ আগস্ট ঈদুল আযহার দিন সকাল পর্যন্ত চলবে। এ বারের হাটের বিশেষ বৈশিষ্ট করোনা প্রাদূর্ভাবে প্রবেশদ্বারে হাত ধোয়ার ব্যবস্থা, হাটে প্রবেশে মাস্ক ব্যবহার বার্ধতামূলক, বিভিন্ন বাহিনীর সমন্বয়ে পুলিশ ক্যাম্প, মেডিকেল টিমসহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকছে।