ফুলবাড়ীগেট এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও প্রতিষ্ঠানের আনন্দ শোভাযাত্রা

0
492

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি:

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের গ্রাজুয়েশন অর্জন করায় ফুলবাড়ীগেট এলাকায় বিভিন্ন স্কুল, কলেজ ও প্রতিষ্ঠান আনন্দ শোভাযাত্রা বের করে।

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলঃ ফুলবাড়ীগেট তেলিগাতীর গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষা পরিবারের উদ্যোগে গতকাল সকাল ৯টায় ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য আনান্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ফুলবাড়ীগেটের খুলনা যশোর মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তপতী দত্তের সভাপতিত্বে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন সহকারী শিক্ষক আবু হানিফ, দুর্গেশ কুমার হালদার, আবুল হাসান, আব্দুল লতিফ শেখ, এস এম সাইফুজ্জামান, অরবিন্দ হালদার, নব কুমার রায়, মোঃ জহুরুল ইসলাম, এস এম তৈয়মুর রেজা, সাইফুল্লাহ তারেক, সঞ্জয় কুমার মন্ডল, রফিক-উল-ইসলাম, লুৎফর রহমান, অনুপম কুমার মন্ডল, রিক্তা রাণী মন্ডল, প্রতিভা সাহা, শিউলী থান্দার, ফারহানা ইয়াসমিন, আঞ্জুমানারা, তারিন সুলতানা, সামছুর রহমান প্রমুখ। আনান্দ শোভাযাত্রায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ব্যানার,ফ্যাসটুন এবং প্লাকার্ড নিয়ে আনান্দ শোভাযাত্রায় অংশগ্রহন করেন।

ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ঃ ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে গতকাল সকাল ১০টায় বিদ্যালয় থেকে বর্ণাঢ্য আনান্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি খানাবাড়ী, ল্যাবরেটরি মোড় হয়ে ফুলবাড়ীগেটের খুলনা যশোর মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে প্রধান শিক্ষক মনিরুল ইসলামের সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ এবং উন্নয়নশীল বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন আলহাজ্জ মোল্যা মুজিবর রহমান, চৈতন্য কুমার কুন্ড, রঘু নাথ সরকার, লিপিয়া খাতুন, লাইলা কারিশমা, খন্দকার সাবিহা সুলতানা, এস এম জুয়েল চৌধরী, তন্ময় মৃধা, জিএম মনিরুজ্জামান প্রমুখ। আনান্দ শোভাযাত্রায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ব্যানারফ্যাসটুন এবং প্লাকার্ড নিয়ে আনান্দ শোভাযাত্রায় অংশগ্রহন করেন।

খানাবাড়ী বালিকা বিদ্যালয়ঃ খানাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় থেকে বর্ণাঢ্য আনান্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি খানাবাড়ী, হয়ে ফুলবাড়ীগেটের খুলনা যশোর মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে প্রধান শিক্ষক মোঃ আছাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন ইদ্রিস আলী হাওলাদার, কুমোদ চৌধুরী, মেহেরুন্নেছা গাজী, নাসিমা সুলতানা, তসলিমা খাতুন, নাসিমা আক্তার, আফরোজা সুুলতানা, জিয়াউল হাসান, ডালিয়া আক্তার, তাপস কুমার মন্ডল, খাদিজাআক্তার, উজ্জাল কুমার মন্ডল, মোঃ জিয়াউর রহমান, মোশারফ হোসাইন, মোঃ আব্দুল কাদেও, মোঃ একলাস হোসেন, মোকছেদ ফকির, আব্দুল গফফার, গাজী আব্দুল হালিম, আব্দুস সাত্তার মল্লিক, সাহনাজ মলি মিলি, মোঃ সাইদুর রহমান প্রমুখ। আনান্দ শোভাযাত্রায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ব্যানারফ্যাসটুন এবং প্লাকার্ড নিয়ে আনান্দ শোভাযাত্রায় অংশগ্রহন করেন।

কুয়েট ক্যাম্পাসস্থ স্কুলঃ কুয়েট ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল (প্রাথমিক ও মাধ্যমিক শাখা) ও উন্মেষ প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আনান্দ শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনান্দ শোভাযাত্রাটি কুয়েট ক্যাম্পাস ঘুরে বিদ্যালয়ে এসে উন্নতশীল দেশের পথে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা, উম্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আকবর হোসেন সহকারী, সহকারী শিক্ষক রনজিত কুমার মন্ডল, সহকারী শিক্ষক মাওঃ আবুল হাসান, আব্দুল মতিন, মহিবুল্লাহ, খুরশীদা জাহান, হাবিবা আক্তার, রহিমা আক্তার সুমি, ফারহানা ইয়াসমিন, আজহারুল ইসলাম, দেব প্রসাদ মন্ডল, সামছুজ্জোহা সুমন, অর্মিত মল্লিক, মোঃ তালেবুর রহমান প্রমুখ।

খানজাহান আলী বিএম কলেজঃ খানজাহান আলী টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ বর্ণাঢ্য আনান্দ শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করে। আনান্দ শোভাযাত্রাটি তেলিগাতী বাইপাস সড়ক প্রদক্ষেণ শেষে কলেজে এসে শেষ হয়। কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ^াসের সভাপতিত্বে এবং কলেজের প্রভাষক মোঃ ইউসুফ সিকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, প্রভাষক নাছিমা আখতারী, মো. মোতাহের হোসেন খা, দীপঙ্গার জোদ্দার, মো. মশিয়ার রহমান, শতদল জোদ্দার, মোহাম্মাদ উল্লাহ জোয়াদ্দার, মো. সোহেল কাজী, পপি সুলতানা।

বক্ষ ব্যাধী হাসপাতালঃ খুলনার খানজাহান আলী থানাধীন মীরেরডাঙ্গা বক্ষ ব্যাধী হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য আনান্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ফুলবাড়ীগেট খুলনা যশোর মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ীগেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন। হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ উদয় বরণ মন্ডলের সভাপতিত্বে বক্তৃতা করেন, সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ আতাহার হোসেন, ডাঃ শেখ মোঃ কামাল হোসেন, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ জসিম উদ্দিন, লক্ষী রাণি ভক্ত, মোঃ আশরাফুজ্জামান, বিষ্ণুপদ শীল, মোমেনা খাতুন ও ফার্মাসিষ্ট তহমীনা খানম প্রমুখ।