ফুলতলা থানা এলাকায় রাজার ও শান্তি কমিটিতে ছিলেন যারা

0
235

নিজস্ব প্রতিবেদক: দৈনিক খুলনা টাইমস’র নিয়মিত এই আয়োজনে এবারের রাখা হয়েছে ফুলতলা থানা এলাকায় রাজার ও শান্তি কমিটিতে ছিলেন যারা। খুলনা জেলা প্রশাসনে পাঠানো ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।
শান্তি কমিটি: দামোদর গ্রামের সৈয়দ মোল্লা, মকসেদ মোড়ল, বক্কার জমাদ্দার, ওয়াজেদ মোল্লা, মানিক মোল্লা, আলকা গ্রামের আইয়ুব মোল্লা, পয়গ্রাম কসবা গ্রামের কাজী গোলাম ইজদাইন, কাজী বজলার রহমান, যোগ্নীপাশা গ্রামের ইউনুস আলী মোল্লা, হাকিম ফকির, রাড়ীপাড়া গ্রামের আশরাফ আলী বিশ্বাস, উত্তরডিহি গ্রামের আব্দুর রইফ, দক্ষিণডিহি গ্রামের আমির আলী, বানিয়াপুকুর গ্রামের অরবিন্দু চক্রবর্তী, গাড়াখোলা গ্রামের খাদেম আলী বিশ্বাস, ধোপাখোলা গ্রামের সৈয়দ আহম্মদ মোল্লা, আহাম্মাদ গাজী, উজির মোল্লা, কেরামত খাঁ, মোসলেম খাঁ, আক্কাছ মোল্লা, জামিরা গ্রামের ওয়াজেদ আলী শেখ ও ছাতিয়ানি গ্রামের আনছার আলী মোহরী।
রাজাকার : দামোদর গ্রামের হাফেজ মোঃ সায়েম উদ্দিন জমাদ্দারের পুত্র হাবিবুল হক জমাদ্দার, গফুর মোল্লার পুত্র মানু মোল্লা, মোমরেজ মোল্লার পুত্র মহসিন মোল্লা, উকিল উদ্দিন সরদারের পুত্র হক সরদার, আলকা গ্রামের আবদার শেখের পুত্র সিরাজ শেখ, পবন জমাদ্দারের পুত্র মোজাফফার জমাদ্দার, গাড়াখোলা গ্রামের গাজী রহমান মহলদারের পুত্র হাসান মহলদার, শরীয়াত উল্লাহ গাজীর পুত্র রাহাজান গাজী, উজির মহলদারের পুত্র রশিদ মহলদার, ওয়াব মহলদারের পুত্র ওয়াজেদ মহলদার, কালাই সরদারের পুত্র ছোরাফ সরদার, কামাল গাজীর পুত্র আজিজ গাজী, উজির মহলদারের পুত্র মাজেদ মহলদার, উজির মহলদারের পুত্র মৃত ওহাব মহলদার, আমির গাজীর পুত্র আকবর গাজী, আব্দুল কাদেরের পুত্র মোফাজ্জেল গাজী, সৈয়দ আহম্মদ গাজীর পুত্র ইউসুফ গাজী, উজির মহলদারের পুত্র সৈয়দ মহলদার, ইমান আলী বিশ্বাসের পুত্র নেছার বিশ্বাস, আশরাদ আলী শেখের পুত্র সাত্তার শেখ, সিফাজতুল্লার পুত্র সিরাজ শেখ, সায়বলী মোল্লার পুত্র মোফাজ্জেল মোল্লা, বাড্ডাগাতি গ্রামের পাচু বিশ্বাসের পুত্র মালেক বিশ্বাস, পাচু বিশ্বাসের পুত্র হাকিম বিশ্বাস, মফেছ সরদারের পুত্র পীর মোহাম্মদ সরদার, ছাতিয়ানী গ্রামের ইবারাত জমাদ্দারের পুত্র আইয়ুব জমাদ্দার, আনু গাজীর পুত্র মোস্তফা গাজী, আনেছ মিনার পুত্র মোস্তফা মিনা, মোমিন খালাসীর পুত্র পীর মোহাম্মদ, মজিদ মোল্লার পুত্র শহিদ মোল্লা, আনিছ মহদারের পুত্র কেরামত মহলদার, গহর আকুঞ্জির পুত্র মঞ্জেল আকুঞ্জি, কাশেম সরদারের পুত্র মোবারেক সরদার, রমজান মোড়লের পুত্র কাদের মোড়ল, আবচার আলী মোল্লার পুত্র আব্দুর রশীদ মোল্লা, জামিরা গ্রামের গঞ্জের সরদার, পিপরাইল গ্রামের হারেজ উদ্দিনের পুত্র শেখ আব্দুল হালিম, বন্দে আলী সরদারের পুত্র মৃত আব্দুল মতলেব সরদার, কাবিল সরদারের পুত্র কওছার আলী সরদার, মতলেব সরদারের পুত্র আব্দুল মান্নান সরদার, হানেফ মোড়লের পুত্র নাজের মোড়ল, রইচ মোল্লার পুত্র লুৎফর রহমান মোল্লা, আহম্মদ সরদারের পুত্র কেরামত সরদার, কেরামত সরদারের পুত্র সলেমান সরদার, বেলায়েত উদ্দিন মোল্লার পুত্র মৃত ছমির উদ্দিন মোল্লা, রাড়িপাড়া গ্রামের মালেক খাঁর পুত্র হরমুজ খাঁ, হাসেম শেখের পুত্র সওকত শেখ, আব্দুল মজিদ মুন্সির পুত্র আলী হোসেন মুন্সি, যুগ্নীপাশা গ্রামের আক্কেল মোল্লার পুত্র হাসান মোল্লা, আনিছ বিশ্বাসের পুত্র মুনসুর বিশ্বাস, উত্তরডিহি গ্রামের আকবর হোসেনের পুত্র আলফাজ শেখ, মধ্যডাঙ্গা গ্রামের মেছের শেখের পুত্র আহম্মদ শেখ, বেজেরডাঙ্গা গ্রামের হাজী আব্দুল কাদেরের পুত্র ফরহাদ ক্যাপ্টেন, পয়গ্রাম কসবা গ্রামের কাজী বারিকের পুত্র কাজী আব্দুস সামাদ কুটু, লিহাজ উদ্দিন শেখ নাটার পুত্র আলফাজ উদ্দিন, রাসেক মীরের পুত্র মুহসিন মীর, মোমিন সরদারের পুত্র মৃত আব্দুল মজিদ, ফেলু কাজির পুত্র মৃত গোলাম কাজী, শেখ আশরাফ আলীর পুত্র শেখ রাজ্জাক আলী ও সাত্তার শেখের পুত্র মৃত শেখ ময়নুদ্দিন।