ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে ; নারায়ণ চন্দ্র চন্দ

0
351

টাইমস্ ডেস্ক:
‘খুলনা-সাতক্ষীরা সড়কে ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স বিহীন যাত্রিবাহি বাস যাতে চলাচল করতে না পারে, প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে। গাড়ির ছাদে অতিরিক্ত যাত্রী বহনও বন্ধ করতে হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গতকাল বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া উপজেলা আইন শৃংখলা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহনাজ বেগম’র সভাপতিত্বে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রাখতে হবে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধের মধ্যে অবস্থিত সকল নদী-খাল বা জলাশয়ে কোনো প্রকার নেট-পাটা-বাঁধ বা প্রতিবন্ধকতা রাখা যাবে না। অবিলম্বে তা অপসারণ করতে হবে। সভায় আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন, মোস্তফা কামাল খোকন, ডা. হিমাংশু বিশ্বাস, শেখ দিদারুল হোসেন দিদার, শেখ আবুল হোসেন, শেখ জয়নাল আবেদিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শুকলাল বৈদ্য, ব্যবসায়ী আবদুল লতিফ জমাদ্দার ও সাংবাদিক কাজী আবদুল্লাহ প্রমুখ।